একশো বা হাজারের কাছাকাছি সংখ্যাগুলো দ্রুত গুণ করা যায়।
যেমন: ৯৯x৯৭=কত? অর্থাৎ, গুণফল কত হবে?
কে কত দ্রুত গুণ করতে পারবে?
আচ্ছা আমি বলে দিচ্ছি, এই গুণটি দ্রুত করার সহজ পদ্ধতিটি জেনে নিই…
Step-1 > ৯৯ ও ৯৭ কে ১০০ তে রূপান্তর করি… ৯৯+০১=১০০ এবং ৯৭+০৩=১০০ এখানে যে বাড়তি ০১ আর ০৩ যোগ করে ১০০ করলাম, তাদের গুণ ফল (০১x০৩)=০৩
Step-2 > এখন একটু উল্টো কাজ করি, বাড়তি সংখ্যা যা যোগ করলাম তা যদি বিপরীত সংখ্যা থেকে বিয়োগ করি তা হলে দেখা যায় প্রতি ক্ষেত্রেই একই সংখ্যা পাই ৯৯-০৩=৯৬ ৯৭-০১=৯৬ দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রেই ৯৬ পাচ্ছি।
এখন নীল রঙের আন্ডার লাইন করা ৯৬ এবং ০৩ পাশাপাশি করলেই ৯৯x৯৭ গুণফল ৯৬০৩ পেয়ে যাচ্ছি।
এখন আপনারা নিজে নিজে চেষ্টা করে বলেন তো, ৯৬x৯৮ এর গুণফল কত হবে?